• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে

যে কেউ পরামর্শ দিতে পারেন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:০৩

প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনটির বিষয়ে কারও কোনো উদ্বেগ, উৎকণ্ঠা বা পরামর্শ আমাদের জানালে তা যথাযথ কর্তৃপক্ষকে জানানো হবে। বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের(এটকো) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।

এসময় টেলিভিশন চ্যানেলগুলোর ব্যয় কমানো ও আয় বৃদ্ধির বিভিন্ন আইনগত দিক নিয়ে আলোচনা হয়।

এই বিষয়ে হাসানুল হক ইনু বলেন, সবই আলোচনা সাপেক্ষে সমাধানযোগ্য। আমরা চাই টেলিভিশন চ্যানেলগুলো যাতে তাদের গড় ব্যয়টা কমাতে পারে। এটকো প্রস্তাবের ব্যাখ্যাসহ লিখিত আকারে আমাদের কাছে দেবে। মন্ত্রণালয় সেটা পরীক্ষা-নিরীক্ষা করে আলোচনার মাধ্যমে আয় বাড়ানো ও ব্যয় কমানোর বিষয়ে পদক্ষেপ নিতে সহযোগিতা করবে।

টেলিভিশন চ্যানেলগুলোর কিছু প্রযুক্তিগত, বৈষয়িক ও আইনগত সমস্যা রয়েছে জানিয়ে তিনি বলেন, দেশীয় চ্যানেলগুলো বিদেশি চ্যানেলের আগে সম্প্রচারের অগ্রাধিকার পাবে- এটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা আইনের ভেতরেই আছে, এটা যাতে যথাযথ বাস্তবায়ন হয় সেটা আমরা দেখব।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, প্রধানমন্ত্রীর শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা এবং এটকো’র সভাপতি সালমান এফ রহমান, তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন অর রশীদ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন।

কে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সালমান পরিবারের নথি তলবে ৭০ সংস্থায় চিঠি
ফের রিমান্ডে সালমান, দীপু, পলক ও মামুন
ইনু, নাছিম ও বিপ্লব কুমারের ব্যাংক হিসাব স্থগিত
ফের ৭ দিনের রিমান্ডে সালমান এফ রহমান