• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল: প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১২:২৯

নিজস্ব অর্থায়নে দেশের উন্নয়নে কাজ করছে সরকার। শুধু দক্ষিণ এশিয়া নয়, বাংলাদেশ বিশ্বের রোল মডেল। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে (ডিএসসিএসসি) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বক্তৃতায় সশস্ত্র বাহিনীর নানা কার্যক্রমের প্রশংসা করে বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ড থেকে শুরু করে দেশ গঠনে ভূমিকা রাখছে সশস্ত্র বাহিনী।

এসময় প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন। উল্লেখ করেন দেশের উন্নয়নে সরকারের কর্মসূচির কথাও।

--------------------------------------------------------
আরও পড়ুন: পর্যটন শিল্পকে উন্নত ও সমৃদ্ধ করছে সরকার : প্রধানমন্ত্রী
--------------------------------------------------------

তিনি গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে বলেন, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও অর্জিত জ্ঞান দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অবদান রাখবে।

কলেজের ডিএসসিএসসি কোর্সের গ্র্যাজুয়েটদের সনদ তুলে দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ১৩৬ গ্র্যাজুয়েটসহ বিভিন্ন বাহিনীর ২৬৬ অফিসারকে সনদ তুলে দেন।

আরও পড়ুন:

এমসি/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনার কথা মনে করিয়ে যা বললেন ফারুকী
শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হবে: করিম খানকে ড. ইউনূস
শাপলা চত্বর গণহত্যা: ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ যাদের বিরুদ্ধে অভিযোগ হেফাজতের
খালেদা জিয়াকে উমরাহ পালনের আমন্ত্রণ জানাল সৌদি আরব