• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

বিশৃঙ্খলা এড়াতে প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২০

বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে বিশৃঙ্খলা পরিস্থিতি ঠেকাতে প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার সকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বেগম খালেদা জিয়ার রায় হবে এটাই স্বাভাবিক, আদালতের সিদ্ধান্ত অনুসারে কার্যক্রম চলবে।

তিনি বলেন, রায়কে ঘিরে জ্বালাও পোড়াও হলে জনগণের জানমালের রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষীবাহিনী তা প্রতিহত করবে।

খালেদা জিয়ার সাজা হলে তাকে কোথায় রাখা হবে, সে বিষয়ে কোনো প্রস্তুতি আছে কিনা- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি সাবেক প্রধানমন্ত্রী, জেল কোড অনুযায়ী যেভাবে তাকে রাখার নিয়ম আমরা ঠিক সেভাবেই তাকে রাখবো। তার কী হবে তা কোর্টই (আদালত) জানেন, আমরা বলতে পারি না। তাকে রাখতে কোর্ট যেভাবে আদেশ দেবেন আমরা সেভাবেই রাখবো।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, সোহেলকে নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করেনি। আমরা এখন পর্যন্ত কনফার্ম, আমাদের নিরাপত্তা বাহিনী তাকে (সোহেল) অ্যারেস্ট করেনি। আমি কিছুক্ষণ আগ পর্যন্ত খবর নিয়েছি। হতে পারে তিনি নিজেই আত্মগোপন করেছেন, নতুন কোনো কৌশল তিনি অবলম্বন করতে পারেন।

আরও পড়ুন:

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাজারে এমন বিশৃঙ্খলা ট্যাক্স কমিয়েও দাম কমানো যাচ্ছে না: অর্থ উপদেষ্টা
সচিবালয়ে বিশৃঙ্খলা, গ্রেপ্তার ২৬ জন নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত
সচিবালয়ে বিশৃঙ্খলার দায়ে ২৬ শিক্ষার্থী কারাগারে
মিডিয়ায় চেহারা দেখাতে বঙ্গভবনের সামনে বিশৃঙ্খলা করবেন না: নুর