• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

‘বিচারক নয় রায় ঠিক করেছে সরকার’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৪৮

বিচারক নয় সরকার রায় ঠিক করেছে। মাথা নত নয়, যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছি।

বললেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার বিকেল পাঁচটায় গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছে বিএনপি।

খালেদা জিয়াকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখতে আদালতকে ব্যবহার করছে সরকার।

হামলা-মামলা চালিয়ে কণ্ঠরোধ করছে সরকার। বিচারক নয়, রায় ঠিক করেছে সরকার।

এ সময় খালেদা জিয়া বলেন, বাংলাদেশে এখন ন্যায় বিচার নেই। আমি যেখানেই থাকি যেমনই থাকি দেশবাসীকে কখনও ছেড়ে যাব না।

সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ছাড়া আরো আছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার,

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন প্রমুখ।

আরও পড়ুন:

এমসি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়