‘আমি বেকসুর খালাস পাব’
মিথ্যা মামলায় আমার কিছুই হবে না। আমি বেকসুর খালাস পাব। বললেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার বিকেল পাঁচটায় গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, দেশবাসীর উদ্দেশে বলতে চাই- আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি। আমি কোনো দুর্নীতি করিনি।
তবে তিনি এও বলেন, মাথা নত নয়, যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছি।
খালেদা জিয়া বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছে বিএনপি।
--------------------------------------------------------
আরও পড়ুন: রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি
--------------------------------------------------------
তিনি বলেন, আমাকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখতে আদালতকে ব্যবহার করছে সরকার। হামলা-মামলা চালিয়ে কণ্ঠরোধ করছে সরকার।
এ সময় খালেদা জিয়া বলেন, বাংলাদেশে এখন ন্যায় বিচার নেই। আমি যেখানেই থাকি যেমনই থাকি দেশবাসীকে কখনও ছেড়ে যাব না।
সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ ছাড়া আরো আছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার,
লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন প্রমুখ।
আরও পড়ুন:
এসজে
মন্তব্য করুন