• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

আবারও চালু হতে যাচ্ছে ঢাকা-লন্ডন কার্গো ফ্লাইট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:৫৫

ঢাকা-লন্ডন সরাসরি কার্গো ফ্লাইট শিগগিরই পুনরায় চালু হতে পারে। সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন তেমন সম্ভাবনার কথাই বলেছেন।

শুক্রবার সন্ধ্যায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বরিস জনসন বলেন, বাংলাদেশ সরকার এ ব্যাপারে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে এবং এই অগ্রগতিতে আমরা সন্তুষ্ট।

২০১৬ সালের মার্চ মাস থেকে ঢাকা-লন্ডন সরাসরি কার্গো ফ্লাইট বন্ধ রয়েছে।

বরিস জনসন বলেন, বাংলাদেশ গত কয়েক দশকের মধ্যে একটি বড় মানবিক সংকটে রোহিঙ্গাদের জরুরি আশ্রয় দিয়ে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে। রোহিঙ্গাদের তাদের দেশে মর্যাদার সঙ্গে প্রত্যাবর্তন ও স্থায়ীভাবে বসবাস করানো এখন গোটা বিশ্বের জন্যই চ্যালেঞ্জ।
--------------------------------------------------------
আরও পড়ুন: উপনির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-গাইবান্ধায় প্রার্থী চূড়ান্ত
--------------------------------------------------------

রোহিঙ্গাদের দেখতে আজ শনিবার তিনি কক্সবাজার যাবেন বলে জানান। রোহিঙ্গাদের বিষয়ে কথা বলতে তিনি মিয়ানমারেও যাবেন বলে সাংবাদিকদের জানান।

গত প্রায় ১০ বছর পর যুক্তরাজ্যের কোন পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করছেন। এর আগে ২০০৮ সালে যুক্তরাজ্যের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড ঢাকা সফর করেছিলেন।

এর আগে দুই দিনের সফরে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন শুক্রবার বিকেল ৫টার দিকে ঢাকার শাহজালাল মিানবন্দরে পৌঁছান।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহিদুল হক ও বাংলাদেশে ব্রিটিশ হাইকশিনার অ্যালিসন ব্লাকসহ দুইদেশের উর্ধতন কর্মকর্তারা।

আরও পড়ুন:

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেব্রুয়ারিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
সৌদি সফরে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী 
যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর দৌড়ে এগিয়ে যারা