• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী ঘটনায় বাংলাদেশি নারী রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

  ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫৭

অস্ট্রেলিয়ার উত্তর মেলবোর্নের মিল পার্কে শুক্রবার এক ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনায় এক বাংলাদেশি নারীকে আটকের পর রিমান্ডে নিয়েছে দেশটির পুলিশ। পুলিশ বলছে, ২৪ বছর বয়সী মোমেনা সোমা ‘ইসলামিক স্টেট অনুপ্রাণিত হয়ে’ এই হামলা চালিয়েছে। খবর এবিসি নিউজের।

অস্ট্রেলিয়ার পুলিশ বলছে, মোমেনা শিক্ষার্থী ভিসা নিয়ে ১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার মেলবোর্নে আসেন। পরে ৫৬ বছর বয়সী এক ব্যক্তির বাড়িতে রুম ভাড়া নেন তিনি।

মোমেনার বিরুদ্ধে সন্ত্রাসী কাজে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: ট্রাম্পের আরেক উপদেষ্টার পদত্যাগের ঘোষণা
--------------------------------------------------------

পুলিশ বলছে, শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে তারা মিল পার্কের ক্যালিস্টেমন রাইজ এলাকার একটি বাড়ি থেকে ফোন পান। সেখানে গিয়ে দেখেন এক ব্যক্তির ঘাড় ও বাহুতে আঘাতের চিহ্ন। ওই ব্যক্তি যখন ঘুমিয়ে ছিলেন তখন তাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানাচ্ছে পুলিশ।

পরে ওই ব্যক্তিকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ঘটনায় সময় ওই ব্যক্তির মেয়ে সেখানে উপস্থিত ছিলেন কিন্তু তিনি আহত হননি।

একজন প্রতিবেশী বলেন, আমি শব্দ শুনে তাকে সাহায্য করতে এগিয়ে যাই। তিনি বলেন, হামলার ঘটনার একদিন আগে ওই বাড়িতে পৌঁছান সোমা। ওই বাড়িতে ১০ দিন থাকার পরিকল্পনা ছিল সোমার।

পুলিশ বলছে, লা ট্রোব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য মেলবোর্ন এসেছিলেন সোমা। সোমা কালো বোরকা পরিহিত ছিলেন।

এদিকে ভিক্টোরিয়া পুলিশের ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার রস গুয়েনথার সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৩ ডিসেম্বর)
চাঁদা উঠানোকে কেন্দ্র করে দ্বন্দ্ব, হামলায় যুবকের মৃত্যু
ছিনতাইকারীর হামলায় বিপ্লবী পরিষদের নেতা পার্থ আহত, দলের উদ্বেগ
নারী সংগ্রামের গল্প নিয়ে ‌‘পিঞ্জিরা’