• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

পুলিশের বাধায় পণ্ড বিএনপির প্রতিবাদ মিছিল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪৭

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ডের প্রতিবাদে বের করা দলটির বিক্ষোভ মিছিল পণ্ড হয়েছে পুলিশের বাধায়।

শনিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর পল্টনের আজাদ প্রোডাক্টের গলি এবং বিজয়নগর পানির ট্যাংক মোড় থেকে মিছিল বের করে বিএনপি।

আজাদ প্রোডাক্টের গলি থেকে বের হওয়া মিছিলটি ফকিরাপুল মোড়ের দিকে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। এসময় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান জিমিসহ বিএনপির পাঁচ নেতাকর্মীকে পুলিশ আটক করে বলে জানা গেছে।

অন্যদিকে বিজয়নগর পানির ট্যাংক মোড় থেকে বের হওয়া মিছিলে ধাওয়া করে পুলিশ। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মিছিলকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এসময় পুলিশ ১০ জনকে আটক করে বলে জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) সহকারী কমিশনার(এসি-রমনা) এহসানুল ফেরদৌস জানান, মিছিলকারীদের রাস্তা আটকাতে নিষেধ করা হয়। আমাদের কথা না মানায় তাদেরকে সরিয়ে দেয়া হয়। কয়েকজনকে থানায় নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার সরকারি টাকা আত্মসাতের অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত।

একই সঙ্গে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ মামলার অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি ছয় আসামির প্রত্যেককে দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

কে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন ফখরুল
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা আমাদের আমানত: টুকু
ছাত্ররা যখন পারছিল না, তখন বিএনপি পাশে দাঁড়িয়েছে: সেলিম ভূঁইয়া
যমুনায় বিএনপির প্রতিনিধিদল