• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

  ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২৯

জাতিসংঘের কৃষি উন্নয়ন তহবিলের প্রেসিডেন্ট গিলবার্ট এফ হংবো ও পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে ভ্যাটিকান সিটি সফরে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার ১২ ফেব্রুয়ারি রোম সময় সকালে ক্যাথলিক ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেন তিনি।

এর আগে রোববার ইতালি পৌঁছান শেখ হাসিনা। সোমবার সকালে পোপ ফ্রান্সিস ও সেক্রেটারি অব স্টেট অব ভ্যাটিকান সিটি কার্ডিনাল পিয়েত্রো পারোলিনের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকের পর ভ্যাটিকানের সিসটাইন চ্যাপেল ও সেইন্ট পিটার্স ব্যাসিলিকা পরিদর্শন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

ভ্যাটিকান সফরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।

প্রধানমন্ত্রীর সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ঢাকায় সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রীর ভ্যাটিকান সফরে দু্ই দেশের মধ্যে সম্পর্ক আরও বাড়বে। খ্রিস্টান দেশগুলোতে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে এবং সেসব দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি হবে।

শেখ হাসিনা মঙ্গলবার সকালে রোমে আইএফএডির সদর দপ্তরে গভর্নিং কাউন্সিলের ৪১তম অধিবেশনে যোগ দেবেন। উদ্বোধনী অধিবেশনে তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

মঙ্গলবার সন্ধ্যায় রোমে প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় তার দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, এরআগে গত ৩১ নভেম্বর পোপ ফ্রান্সিস প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিনদিনের সফরে বাংলাদেশ আসনে।

আরও পড়ুন:

এপি/ এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়