• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায়

আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১১

ঢাকায় এসেছেন মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লে. জেনারেল কিয়াও সোয়ে। আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তিনি।

বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী তাকে স্বাগত জানান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সফররত মিয়ানমারের মন্ত্রীর দ্বি-পক্ষীয় বৈঠক হবে। ওই বৈঠকে সোয়ে ১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

এই ১২ সদস্য আগেই বিভিন্ন সময় ঢাকায় এসেছেন। দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন, ইয়াবার মতো মাদক দ্রব্য চোরাচালান বন্ধ ও সীমান্তে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাবে।

আরও পড়ুন:

এপি/জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবিতে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা
‘চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি বাংলাদেশের অভ‍্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল’
অনলাইনে ‘কুতথ্য’ প্রতিরোধে সফল ভূমিকা রাখছে আইইডি
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন