খালেদা জিয়ার রায়ের কপি পাওয়া যাবে সোমবার
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ছয় আসামির বিরুদ্ধে ঘোষিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের সার্টিফায়েড কপি আগামীকাল সোমবার পাওয়া যাবে।
এ সংক্রান্ত আবেদনের শুনানি শেষে রোববার বকশীবাজারে স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান এক আদেশে এ কথা জানান।
সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
এর আগে রোববার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পেতে বিচারক মো. আখতারুজ্জামানের কাছে পিটিশন দায়ের করেন আইনজীবীরা।
--------------------------------------------------------
আরও পড়ুন: বিএনপির ২৩ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
--------------------------------------------------------
বকশীবাজারে স্থাপিত ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালত প্রাঙ্গণে রোববার দুপুরে সাংবাদিকদের বিএনপি চেয়ারপারসনের আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের সত্যায়িত কপি হাতে না পাওয়ার কারণে আমরা জামিনের জন্য আবেদন করতে পারছি না। কারও হস্তক্ষেপে রায়ের কপি পেতে বিলম্ব হচ্ছে।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছর এবং তারেক রহমানসহ বাকি আসামিদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন আদালত। রাজধানীর বকশীবাজারের কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বিশেষ জজ আদালত এ রায় ঘোষণা করেন। রায়ের পর খালেদা জিয়াকে রাজধানীর নাজিমুদ্দিন রোডের সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।
আরও পড়ুন:
- পুলিশকে গুলি করার ঘটনায় গ্রেপ্তার আরও ৩
- চট্টগ্রামে প্রশ্নফাঁসে জড়িত পরীক্ষার্থী আটক
এমসি/পি
মন্তব্য করুন