• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

দু'দফায় স্মার্টকার্ডের ৭২ এক্সপার্টের পদত্যাগ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৩৪

সোমবার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের সঙ্গে যুক্ত আরও ৪০ জন টেকনিক্যাল ও সহকারী এক্সপার্ট পদত্যাগ করেছেন।

এর আগে চলতি মাসের শুরুতে ৩২ জন পদত্যাগ করেছিলেন। সব মিলে মোট ৭২ জন পদত্যাগ করলেন।

পদত্যাগ করা কর্মীরা আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিস প্রকল্পে (আইডিইএ) কর্মরত এসব টেকনিক্যাল এক্সপার্ট এনআইডি সংশোধন, স্মার্টকার্ডসহ জাতীয় পরিচয়পত্রের বিভিন্ন সেবা দিয়ে আসছিলেন।

দীর্ঘদিন ধরে তাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে আসার পরও তা কার্যকর না হওয়ায় তারা বাধ্য হয়ে পদত্যাগ করেছেন।

জানা গেছে, সাবেক কাজী রকিব কমিশন ও বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা তাদের চাকরি স্থায়ীকরণের কথা বললেও তা হয়নি।
বারবার আশ্বস্ত করা হলেও তা বাস্তবায়ন না হওয়ায় বাধ্য হয়ে তারা পদত্যাগ করেছেন।

এ বিষয়ে দায়িত্বশীল কেউ প্রকাশ্য গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক ইসির এক কর্মকর্তা আরটিভি অনলাইনকে বলেন, সবকিছু বিবেচনায় এসব কর্মকর্তা-কর্মচারীর চাকরি স্থায়ীকরণ করে রাজস্বখাতে সংযুক্ত করার যৌক্তিকতা বিবেচনায় নেওয়া উচিত।

আরও পড়ুন:

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনআইডির সঙ্গে ভোটার তালিকা সমন্বয় করা হচ্ছে: বদিউল আলম
ভৈরবে জাতীয় পরিচয়পত্র বানাতে এসে দুই রোহিঙ্গা আটক
দাউদকান্দিতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু 
আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজে চাকরি