• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

ঢাকার পথে ড. জাফর ইকবাল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ মার্চ ২০১৮, ২২:৩১

দুর্বৃত্তের হামলায় আহত শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হচ্ছে।

শনিবার রাত সাড়ে দশটার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিলেট ওসমানী বিমান বন্দর থেকে ঢাকার পথে রওয়ানা করে।

এর আগে অধ্যাপক জাফর ইকবালকে উদ্ধার করে হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে সন্ধ্যা ছয়টা ২৭ মিনিটের দিকে তাকে হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) নেয়া হয়।

বিকেল পাঁচটা ৩৫ মিনিটের দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের অনুষ্ঠানে অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাত করেন অজ্ঞাত পরিচয়ের যুবক।

হামলাকারীকে আটক করেছে পুলিশ। বর্তমানে ওই যুবককে ক্যাম্পাসে শিক্ষা ভবনের ভেতর রাখা হয়েছে। সন্ধ্যা সোয়া সাতটার দিকে সেখানে একজন চিকিৎসক তাকে সেবা দিয়েছেন।

ওপর হামলার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্রুত অপরাধীকে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। সার্বক্ষণিক তার খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই তাকে উন্নত চিকিৎসা দেয়ার জাফর ইকবালকে ঢাকায় আনা হচ্ছে।

শাবিপ্রবির কোষাধ্যক্ষ ইলিয়াস চৌধুরী আরটিভি অনলাইনকে বলেন, ড. জাফর ইকবাল আপাতত শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এদিকে ৭টা ৫৮ মিনিটে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আহত জাফর ইকবালকে দেখতে হাসপাতালে যান।

ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার নিন্দা জানিয়েছে আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল।

আরও পড়ুন:

জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্যাম্পাসে জাফর ইকবালকে আজীবন নিষিদ্ধ ঘোষণা শাবিপ্রবি শিক্ষার্থীদের
রকমারিতে মিলছে না জাফর ইকবালের বই
‘ঢাবিতে আর যেতে চাই না, ছাত্র-ছাত্রীদের দেখলেই মনে হবে রাজাকার’