• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

হামলাকারীর নাম ফয়জুর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ মার্চ ২০১৮, ০০:১০

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারীর পরিচয় পাওয়া গেছে। তার নাম ফয়জুর রহমান ওরফে ফয়জুল (২৪)।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশের কুমারগাঁওয়ের শেখপাড়ার বাসিন্দা ফয়জুর রহমান। তার মূল বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে।

জানা গেছে, ফয়জুর মাদরাসার শিক্ষার্থী হিসেবে পরিচিত। কোন মাদরাসার ছাত্র তা জানা যায়নি। তারা বাবা মাওলানা হাফিজুর রহমান স্থানীয় একটি মাদরাসায় শিক্ষকতা করেন।

এদিকে, ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ওই যুবককে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে তাকে র‌্যাব-৯ এর হাতে তুলে দেয়া হয়।

হামলাকারীকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের একজন চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। এরপরই জ্ঞান ফিরে আসে তার।

চিকিৎসা শেষে তাকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহম্মেদ।

দুর্বৃত্তের হামলায় আহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবালকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে তার চিকিৎসা শুরু হয়েছে।

বিকেল পাঁচটা ৩৫ মিনিটের দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের অনুষ্ঠানে অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাত করেন ওই যুবক।

জেএইচ/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্যাম্পাসে জাফর ইকবালকে আজীবন নিষিদ্ধ ঘোষণা শাবিপ্রবি শিক্ষার্থীদের
রকমারিতে মিলছে না জাফর ইকবালের বই
‘ঢাবিতে আর যেতে চাই না, ছাত্র-ছাত্রীদের দেখলেই মনে হবে রাজাকার’