• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

সংকেত অমান্য করে কনস্টেবলকে চাপা দিলো ট্রাক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ মার্চ ২০১৮, ১০:৪৮

রাজধানীর দারুস সালাম এলাকায় সংকেত অমান্য করে আগুয়ান একটি ট্রাকচাপায় দায়িত্বরত এক কনস্টেবলের মৃত্যু হয়েছে।

নিহত পুলিশ সদস্যের নাম মো. আবদুল মজিদ (৩৫)। তার বাড়ি নওগাঁয়।

আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে গাবতলীর টেকনিক্যাল মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বলেন, ওই এলাকায় দায়িত্বরত কনস্টেবল মজিদ একটি ট্রাককে থামার সংকেত দেন। কিন্তু ট্রাকচালক সিগন্যাল অমান্য করে এগিয়ে এলে ট্রাকের ধাক্কায় মজিদ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, গুরুতর আহত অবস্থায় আবদুল মজিদকে সকাল পৌনে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে নয়টার দিকে তাঁর মৃত্যু হয়।

আবদুল মজিদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন:

পি/জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে ইসরায়েলি বর্বরতায় নিহত আরও ৩১
রাজশাহীতে ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
জাবিতে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় অভিযুক্ত চালক আটক
শিক্ষার্থীদের সংঘর্ষে কেউ নিহত হয়নি: ডিএমপি