• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

সম্পদের তথ্য চেয়ে সচিব-বিচারককে নোটিশ দুদকের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ মার্চ ২০১৮, ১০:০৮

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এক অতিরিক্ত সচিব এবং তার স্ত্রী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারককে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয় থেকে মঙ্গলবার কমিশনের উপ-পরিচালক ঋত্বিক সাহা স্বাক্ষরিত আলাদা নোটিশে এই দম্পতিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়েছে।

নোটিশপ্রাপ্ত দুইজন হলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম এমদাদুদ দস্তগীর এবং তার স্ত্রী সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আকতার।

দুদকের এক কর্মকর্তা আরও বলেন, ‘বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগের প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে এই নোটিশ দেয়া হয়েছে। গত জানুয়ারি মাসে তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক।’

দুদকের পাঠানো নোটিশে, তাদের দুজনকে নিজ ও নির্ভরশীল ব্যক্তিদের নামে-বেনামে অর্জিত সম্পদ, দায়-দেনাসহ যাবতীয় বিবরণ কমিশনে সচিব বরাবর জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন:

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশ শিক্ষার্থীদের বাধা দিয়েছে, তবে সংঘর্ষে জড়ায়নি: তথ্য উপদেষ্টা
সম্পদের হিসাব দিতে আরও ১ মাস পাবেন সরকারি কর্মচারীরা
সম্পদের হিসাব জমা না দিলে সরকারি চাকরিজীবীদের যেসব শাস্তি হতে পারে
খুনের হুমকিদাতা শাহরুখের তথ্য যেভাবে পেতেন