আগুন নেভানোর পর সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রামের পথে
ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আজ (বৃহস্পতিবার) বেলা সাড়ে তিনটার দিকে বনানী রেলস্টেশনের কাছে মহাখালী আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হননি।
রেলওয়ে থানার পুলিশ জানায়, সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি বেলা তিনটার দিকে চট্টগ্রামের উদ্দেশে কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়। মহাখালী পার হওয়ার সময় দুটি বগির সংযোগস্থলে আগুন ধরে যায়। আগুন নেভানোর পরপরই ট্রেনটি চট্টগ্রামের পথে ছেড়ে গেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার ইন্সপেক্টর আতাউর রহমান জানান, রাজধানীর মহাখালী আমতলী এলাকায় পৌঁছার পর আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ট্রেনটি মহাখালী অতিক্রম করার সময় গ ও ঘ নম্বর দুটি বগির মাঝখানের যে রাবার বসানো থাকে সেখানে আগুন ধরে যায়। ধোঁয়া বের হলে সাড়ে তিনটার দিকে এটি বনানী রেলস্টেশনে থেমে যায়। পরে রেলওয়ের কর্মী, যাত্রী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।
আরও পড়ুন
জেএইচ
মন্তব্য করুন