আতিথেয়তায় মুগ্ধ আওয়ামী লীগের ২০তম সম্মেলনে অংশগ্রহণ করা বিদেশি অতিথিরা। শনিবার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে একথা জানান তারা। সে সঙ্গে ধন্যবাদও জানালেন শেখ হাসিনাকে।
বিজ্ঞাপন
দারিদ্র্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন, জঙ্গিবাদ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের প্রশংসা করেন তারা।
এসময় প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে তার সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
এফএস/ এসজেড