• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

ধর্ষণ মামলায় ডিএনএ টেস্ট বাধ্যতামূলক, যেকোনো থানায় অভিযোগ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ মে ২০১৮, ১৬:৩১

ধর্ষণ মামলায় ডিএনএ টেস্ট বাধ্যতামূলক, নমুনা ৪৮ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। ধর্ষণ বা নির্যাতনের শিকার নারী-শিশু যেকোনো থানায় অভিযোগ করতে পারবে।

২০১৫ সালে রাজধানীর খিলক্ষেতে গারো তরুণী ধর্ষণের ২৭ ঘণ্টা পর অভিযোগ গ্রহণ করার বৈধতা চ্যালেঞ্জ করে করা এক রিটের প্রেক্ষিতে রোববার এ রায় দেন হাইকোর্ট।

আজ (রোববার) সকালে রায়টি প্রকাশ করা হয়।

রায়ে বলা হয়েছে, ধর্ষণের শিকার নারীর ডিএনএ টেস্ট বাধ্যমূলক করে ১৮টি নীতিমালাও প্রণয়ন করে দিয়েছেন হাইকোর্ট। নীতিমালায় নারী ও শিশু নির্যাতন মামলার তদন্ত বাধ্যমূলক করা হয়েছে।

এর আগে ধর্ষণ পরীক্ষায় টু ফিঙ্গার টেস্ট অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্টের পৃথক আরেকটি বেঞ্চ।

গত ১২ এপ্রিল ধর্ষণ পরীক্ষায় 'টু ফিঙ্গার টেস্ট' অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ বলেন, যারা মিথ্যা মামলা করবে তাদের জন্য একটি ওয়ার্নিং। আর যারা সত্যিকার অর্থে ভিকটিম হয়েছেন এ নীতিমালা তাদের উপকারে আসবে।

এমসি/জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
ধর্ষণচেষ্টার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার
কক্সবাজারে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩
সিএনজি থেকে নামিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ