‘মালাউনের বাচ্চা’ বলিনি, প্রমাণ করতে পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেবো। এমন ঘোষণাই দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু বসতি এবং মন্দিরে হামলার ঘটনায় সমালোচিত স্থানীয় সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হক।
রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ডাকবালোয় আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ ঘোষণা দেন।
অ্যাডভোকেট ছায়েদুল হক বললেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তাণ্ডবের পর আমি হিন্দুদের মালাউনের বাচ্চা বলিনি। আমি এ ধরনের কথা বলেছি, কেউ প্রমাণ করতে পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেবো। এটি সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।’
অভিযোগ ওঠে, গেলো মঙ্গলবার রাতে নাসিরনগরের ডাকবাংলোতে স্থানীয় সংখ্যালঘু নেতাদের উদ্দেশ্য করে মন্ত্রী ছায়েদুল হক বলেছিলেন- ‘মালাউনের বাচ্চারা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করছে। আর এ ঘটনাকে ফুলিয়ে-ফাঁপিয়ে প্রচার করে অতিরঞ্জিত করেছে সাংবাদিকরা। অথচ ঘটনা কিছুই নয়।’
সংবাদ সম্মেলনে মন্ত্রী দাবি করেন, ‘২৫ থেকে ৩০ বছর ধরে নাসিরনগরের রাজনীতির সঙ্গে যুক্ত আছি। এ সময়ে হিন্দু সম্প্রদায়ের কারও সঙ্গে কখনো কোনো ঝামেলা হয়নি।’
তিনি বলেন, ‘হিন্দুদের হেফাজতে যথাযথ ভূমিকা পালনের পরিবর্তে নিজেদের মধ্যে মিথ্যা খবরের ভিত্তিতে কাঁদা ছোঁড়াছুড়ি করা মানেই ক্ষতিগ্রস্তদের হুমকির মুখে ছুঁড়ে ফেলা।’
এস