ভেজাল পণ্যের অভিযোগ ‘নেয় না’ বিএসটিআই
ভোগ্যপণ্যের গুণগত মান নিয়ন্ত্রণকারী একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সিটিটিউশন (বিএসটিআই)। কিন্তু এখানে ভেজাল পণ্য বা পণ্যের মান সংক্রান্ত অভিযোগ নেয়া হয় না। এমন অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক।
দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলছেন, তাদের হটলাইনে আসা এমন অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযানের সময় তারা ভেজাল পণ্য বা নিম্ন মানের পণ্য সম্পর্কে বিএসটিআই-এ অভিযোগ দায়েরের কোনও নির্দিষ্ট দপ্তর, মাধ্যম, ইমেইল পায়নি। এমনকি অভিযোগ সম্পর্কে পত্র যোগাযোগের কোনও নিয়ম এখানে নেই।
‘তবে বিভিন্ন মাধ্যমে পাওয়া অভিযোগের ভিত্তিতে বিএসটিআই কিছু ব্যবস্থা গ্রহণ করলেও অভিযোগ সম্পর্কিত তথ্যাদি যথাযথভাবে সংরক্ষণ করে না। অপরদিকে কোনও কোনও কর্মকর্তা-কর্মচারীর ব্যক্তিগত মোবাইলে অভিযোগ আসে। এতে দুর্নীতির ঝুঁকি তৈরি হচ্ছে।’
বুধবার রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই কার্যালয়ে অভিযান চালায় দুদক। দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী’র নির্দেশে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন সহকারী পরিচালক সেলিনা আখতার মনি।
অভিযান পরিচালনা প্রসঙ্গে মুনীর চৌধুরী বলেন, সুষ্ঠু অভিযোগ-ব্যবস্থাপনা সুশাসনের মানদণ্ড। অভিযোগ গ্রহণ, মূল্যায়ন এবং প্রতিকারের সংস্কৃতি চালু হলে দুর্নীতি আপনা আপনি হ্রাস পাবে। বিএসটিআইকে এ বিষয়ে তাগিদ দেয়া হয়েছে।
এদিকে দুদক অভিযোগের সত্যতা পেলেও ভেজাল পণ্য বা নিম্ন পণ্যের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ করার মাধ্যম আছে বলে জানান বিএসটিআইয়ের উপ-পরিচালক মো. তাহের জামিল। তিনি আরটিভি অনলাইনকে বলেন, বিএসটিআইয়ের ওয়ান স্টপ সার্ভিস বা অনলাইনে অভিযোগের সুযোগ আছে।
আরও পড়ুন :
এসআর
মন্তব্য করুন