• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

নতুন আইন দুদকের ক্ষমতা খর্ব করবে না: দুদক চেয়ারম্যান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ অক্টোবর ২০১৮, ১৯:১৪

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ফৌজদারি অপরাধ করলেও তাদের গ্রেপ্তারের আগে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার বিধান রেখে যে বিল পাস হয়েছে সে সম্পর্কে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, নতুন আইন হলেও তা দুদকের কাজে বাধা হবে না। এতে ঘুষঘোর, আইন লঙ্ঘনকারীদের উচ্ছ্বাসিত হওয়ার কোনো কারণ নেই। দুদকের ক্ষমতা খর্ব করার জন্য এ আইন নয়। আইন দ্বারা দুদকের ক্ষমতা খর্ব হবে না।

তিনি আজ বৃহস্পতিবার দুপুরে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সদ্য পাস হওয়া সরকারি কর্মচারী আইন-২০১৮ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেপ্তারের আগে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার বিধান রেখে বুধবার (২৪ অক্টোবর) সংসদে সরকারি কর্মচারী আইনটি পাস হয়।

দুদক চেয়ারম্যান বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন গ্রেপ্তার করতে হবে, পালানোর আশঙ্কা রয়েছে সে ক্ষেত্রে গ্রেপ্তার করবে। কোনো অসুবিধা নেই।

তিনি বলেন, আইনে বলা হয়েছে, সরকারি দায়িত্ব পালনের সময় সংগঠিত ফৌজদারী অপরাধে কাউকে গ্রেপ্তার করা যাবে না। কিন্তু ঘুষ খাওয়া কি সরকারি দায়িত্ব পালনের অংশ? তাহলে অসুবিধা কোথায়।

ইকবাল মাহমুদ আরও বলেন, যে আইন পাস হয়েছে, এটা আমি এখনও দেখিনি। পত্রিকার মাধ্যমে জেনেছি। পত্রিকায় যতটুকু দেখেছি, তাতে দুদকের কোনো অসুবিধা নেই বরং সহযোগিতা হবে।

তিনি বলেন, দেশে যে প্রচলিত আইন আছে সেই আইনই দুদক মানবে। কারও খুশি হওয়ার কোনো কারণ নেই। দুদকের কাজে কোনো অসুবিধা হবে না।

আইনটি দুদকের আইনের সঙ্গে সাংঘর্ষিক হবে কিনা সাংবাদিকরা জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন, আমি তো আইনজীবী নই। আমি বলতে পারব না। যে ঘুষ খাবে, তাকে ধরতে দুদকের কোনো অসুবিধা হবে না, আমি এটাই বলতে পারি।

আরও পড়ুন :

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুদক চেয়ারম্যানের সঙ্গে দুই সমন্বয়কের সাক্ষাৎ
মন্ত্রণালয়গুলোর আইনে দুর্নীতিবিরোধী ধারা থাকতে হবে: দুদক চেয়ারম্যান
দুর্নীতিবাজদের অতিথি করে বসানো হচ্ছে প্রথম সারিতে: দুদক চেয়ারম্যান
ডিসিদের আগে নিজের ঘর দুর্নীতিমুক্ত করতে বললেন দুদক চেয়ারম্যান