• ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে কঠোর নিরাপত্তা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ নভেম্বর ২০১৮, ১০:৫২

কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়ন হওয়ায় আজ রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘শুকরানা মাহফিলের’ আয়োজন করেছেন আলেমরা। এই মাহফিলকে ঘিরে কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকাজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সতর্কাবস্থান দেখা যায়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পোশাকধারী সদস্য, গোয়েন্দা পুলিশ (ডিবি), এপিবিএন, সাদা পোশাকের গোয়েন্দা পুলিশসহ আয়োজক সংগঠনের স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে গড়ে তোলা হয় সমন্বিত নিরাপত্তা বলয়।

শাহবাগ ও টিএসসি মোড়ে প্রস্তুত রাখা হয়েছে পুলিশের সাঁজোয়া যান ও জলকামান। সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি প্রবেশপথে আইন-শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে। এছাড়া প্রতিটি প্রবেশপথেই বসানো আর্চওয়ে, মেটাল ডিটেক্টর ও সাধারণ তল্লাশির মধ্য দিয়ে মাহফিলস্থলে প্রবেশ করতে হচ্ছে প্রত্যেককে।

এদিকে, অনুষ্ঠানের কারণে রাজধানীর শাহবাগ মোড়, মৎসভবন, দোয়েল চত্বর এলাকায় ব্যারিকেড দিয়ে সবধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে ভেতরে সীমিত আকারে যানচলাচল করছে।

এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, পুরো সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা হাতে নেয়া হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপপুরের নিরাপত্তার বিষয়টি আমরা খতিয়ে দেখছি: অর্থ উপদেষ্টা
২০২৩ সালে বাংলাদেশে কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী হামলা হয়নি
সিরিয়ায় আসাদের পতনে ইসরায়েল কীভাবে লাভবান হয়েছে?
বিএনপির লংমার্চ ঘিরে আখাউড়া সীমান্তে নিরাপত্তা জোরদার ভারতের