• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

পুরানা পল্টনের জামান টাওয়ারে আগুন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ ডিসেম্বর ২০১৮, ১৫:১৪

রাজধানীর পুরানা পল্টনে জামান টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৩ টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের অপরেটর শাহাদাত হোসেন আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানোর কাজ করছে। পরে আরও দুইটি ইউনিট দেয়।

এদিকে ভবন কর্তৃপক্ষ জানিয়েছে, আট তলায় অবস্থিত ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআরএল) কার্যালয় থেকে আগুনের সূত্রপাত ঘটে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, প্রথমে সিঁড়ি দিয়ে পাইপ নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু প্রচণ্ড ধোঁয়া থাকায় আগুন পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি। তবে ক্রেন দিয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ভবনের জানালা ভেঙে ভেতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

জামান টাওয়ারের একটি ফ্লোরে জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় অফিস।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজীপুরে প্যাকেজিং কারখানায় আগুন, ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
সাভারে টেক্সটাইল কারখানায় আগুন
মায়া চৌধুরীর বাড়িতে আগুন, ১২১ জনের বিরুদ্ধে মামলা
চার ঘণ্টা পর নারায়ণগঞ্জে টিস্যু গুদামের আগুন নিয়ন্ত্রণে