আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের সাধারণ নির্বাচন
বাংলাদেশে আজ রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ এই নির্বাচন নিয়ে দেশ-বিদেশে ব্যাপক আগ্রহের তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও বেশ গুরুত্ব সহকারে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর ছেপেছে।
কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা শিরোনাম করেছে, ‘বাংলাদেশের নির্বাচন: সহিংসতার হুমকির মধ্যেই ভোটগ্রহণ চলছে।’
মার্কিন গণমাধ্যম সিএনএনও নির্বাচনে সহিংসতার আশঙ্কা প্রকাশ করেছে। তাদের শিরোনাম-‘বাংলাদেশের সাধারণ নির্বাচন ঘিরে উত্তেজনা বিরাজ করছে।’
বাংলাদেশের নির্বাচন নিয়ে খুব গুরুত্ব সহকারে খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। সেখানে শিরোনাম করা হয়েছে-‘বাংলাদেশের নির্বাচন: নির্বাচনের আগে নিরাপত্তা সর্বোচ্চ সতর্কাবস্থায়।’
ব্রিটেনের আরেকটি প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ান, ‘বাংলাদেশে নির্বাচন: সহিংসতার কারণে প্রচারণা বাধাগ্রস্ত হওয়ার পর ভোটগ্রহণ চলছে।’
উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন বা ইসিতে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সবগুলো দলই এবার নির্বাচনে অংশগ্রহণ করছে। একটি আসনে ঐক্যফ্রন্টের একজন প্রার্থীর মৃত্যু হওয়ার পর নির্বাচনে ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এসব আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ১ হাজার ৮৬১ জন।
এরমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীর সংখ্যা ১ হাজার ৭৩৩ জন এবং স্বতন্ত্র প্রার্থীর হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১২৮ জন প্রার্থী। ১০ কোটিরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একাদশ জাতীয় সংসদের জন্য তাদের প্রতিনিধি (সংসদ সদস্য) নির্বাচন করবেন।
আরও পড়ুন :
এ/ এমকে
মন্তব্য করুন