• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

বিএসটিআই’কে জনগণের আস্থা ও বিশ্বাসের জায়গায় পৌঁছাতে হবে: শিল্প সচিব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ জানুয়ারি ২০১৯, ১৯:০০

বিএসটিআই’কে প্রতিষ্ঠান হিসেবে মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের জায়গায় নিয়ে যেতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন শিল্প সচিব মো. আবদুল হালিম।

আজ সোমবার রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই প্রধান কার্যালয়ের মিলনায়তনে বিএসটিআইতে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

শিল্প সচিব বলেন, বিএসটিআই দেশের একমাত্র জাতীয় মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। তাই এ প্রতিষ্ঠানের প্রতি মানুষের ভরসা থাকতে হবে। বিএসটিআইর লোগো শুধু দেশের গন্ডির মধ্যে থাকে না। আমদানি-রফতানির ক্ষেত্রে এ লোগো দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যায়। তাই বিএসটিআই’র লোগোর সুনাম দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, ভেজাল বিরোধী অভিযান আরও বাড়াতে হবে। জনগণকে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা শুধুমাত্র আপনারাই দিতে পারেন। তাই জনগণের কথা চিন্তা করে আপনাদের সততার সাথে কাজ করতে হবে।

বিএসটিআই’র মহাপরিচালক বলেন, বিএসটিআই কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও দ্রুততম সময়ে জনগণকে সেবা প্রদান এবং পণ্যের মানের বিষয়ে আপোষহীন থাকতে হবে। সরকার কর্তৃক তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

আরও পড়ুন

আরসি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কর্মকর্তা-কর্মচারীদের গোয়েন্দা প্রতিবেদন চায় নির্বাচন কমিশন
খুলল প্রবেশ পথ, সচিবালয়ে ঢুকছেন কর্মকর্তা-কর্মচারীরা
সচিবালয়ে প্রবেশ বন্ধ, গেটে কর্মকর্তা-কর্মচারীদের ভিড়
এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল