ইজতেমা চেয়ে রিট আবেদন লজ্জাজনক: হাইকোর্ট
বিশ্ব ইজতেমা পালন করতে আদালতে আবেদন লজ্জাজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। ইজতেমা চেয়ে হাইকোর্টে করা অ্যাডভোকেট মো. ইউনুস মোল্লার রিটের শুনানিতে আজ মঙ্গলবার আদালত এই মন্তব্য করেন।
বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে এই রিট শুনানি হয়।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মো. নুরুল আমিন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
আদালত তার পর্যবেক্ষণে বলেন, আপনারা নিজেরা দুই ভাগে বিভক্ত হলে দ্বীনের প্রচার করবেন কীভাবে? নিজেদের মধ্যে মারামারি করবেন, আবার ইজতেমা পালনের জন্য আদালতে রিট দায়ের করবেন, এটা লজ্জার। আগে নিজেরা সংশোধন হন, সুস্থ হন এবং নিজেদের মধ্যকার বিভেদ নিরসন করুন। তারপরই আপনাদের আবেদন শুনব।
রিটকারীর আইনজীবী শাহ মো.নুরুল আমিন আদালতকে বলেন, দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব নিরসনের চেষ্টা চলছে। তবে দ্বন্দ্ব নিরসন সম্ভব না হলে সরকার দুই পক্ষকে আলাদা-আলাদাভাবে ইজতেমা পালনের যে নির্দেশনা দিয়েছেন তাই পালন করা হবে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু আদালতকে জানান, বিশ্ব ইজতেমা নিয়ে আগামীকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি জরুরি সভার তারিখ নির্ধারণ রয়েছে। ইজতেমার বিষয়ে সেখান থেকে সুস্পষ্ট নির্দেশনা আসতে পারে।
উভয় পক্ষের শুনানির পর মামলাটির পরবর্তী শুনানি ও আদেশের জন্য আগামী ২৭ জানুয়ারি তারিখ নির্ধারণ করেন হাইকোর্ট।
আরও পড়ুন
এমকে
মন্তব্য করুন