আগামী এক সপ্তাহ শৈত্যপ্রবাহের সম্ভাবনা
চলতি মাসের শেষে শুরু হয়ে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহজুড়ে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আগামীকাল (২৯ জানুয়ারি) মঙ্গলবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এই তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। এই শৈত্যপ্রবাহের প্রভাব সারাদেশেই পড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক আরটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করে বলেন, চলতি মাসের শেষদিকে দেশে আরও একটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে, যা আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এটিই হতে পারে মৌসুমের শেষ শৈত্যপ্রবাহ। এরপর দেশে আর কোনও শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। এরপরই এই বছরের মতো শীত বিদায় নেয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
পি
মন্তব্য করুন