• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৬

রাজধানীর উত্তরায় মাইক্রোবাসের ধাক্কায় ফাইজা তাহসিনা শুচি (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে স্কুলে যাওয়া পথে উত্তরার ১০ নম্বর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

নিহত ফাইজা তাহসিনা শুচি দিয়াবাড়িস্থ মাইলস্টোন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা দৈনিক ইত্তেফাক পত্রিকার সাব-এডিটর ফাইজুল ইসলাম।

দুর্ঘটনার পর শুচিকে উদ্ধার করে উত্তরার বাংলাদেশ মেডিকেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল মুত্তাকিন জানান, মঙ্গলবার সকালে বাবা-মায়ের সঙ্গে স্কুলে যাচ্ছিল শুচি। উত্তরার দিয়াবাড়ি এলাকায় ১০ নম্বর ব্রিজের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। দুর্ঘটনার পরপরই শুচিকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাইক্রোবাসটি নাটকের শুটিংয়ের কাজে ব্যবহৃত হচ্ছিল। গাড়িটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চালক-পথচারীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
মোটরসাইকেল-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২  
বিমানে বিস্ফোরকের মিথ্যা তথ্যদাতা শনাক্ত হলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৯৭৩ মামলা