• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

আজ পর্দা নামছে বই মেলার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ মার্চ ২০১৯, ১১:৪৬
ছবি-সংগৃহীত

বর্ধিত দুই দিন শেষে আজ পর্দা নামবে ২০১৯ সালের অমর একুশে গ্রন্থমেলার। আজ রাত ৯টা পর্যন্ত চলবে মেলা। মেলার পরিসমাপ্তির সকল আনুষ্ঠানিকতা এরই মধ্যে সম্পন্ন হয়েছে। বাংলা একাডেমি সূত্র এ তথ্য জানিয়েছে।

নিয়মানুযায়ী ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত মেলা চলার কথা থাকলেও লেখক-প্রকাশকদের দাবির প্রেক্ষিতে মেলার সময় দুই দিন বাড়ানো হয়েছিল।

এদিকে, মেলার সময় দুই দিন বাড়ানোর পর গতকাল শুক্রবার ছুটির দিন থাকায় পাঠক, ক্রেতা ও দর্শনার্থীদের ঢল নামে পাঠকদের। প্রকাশকরা আশা করছেন, আজ শনিবার মেলার শেষ দিনেও পাঠক, ক্রেতা ও দর্শনার্থীদের ঢল থাকবে।

গত ১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে গ্রন্থমেলা-২০১৯ এর উদ্বোধন করেন। এবারের মেলার স্লোগান ছিল ‘৫২ থেকে ৭১, ৭১ থেকে ১৯-নবপর্যায়’।

এবারের মেলায় ৪৯৯টি প্রতিষ্ঠানের ৭৭০টি স্টল অংশ নেয়। এ বছর বাংলা একাডেমি ৩ লাখ বর্গফুটের ওপর মেলার আয়োজন করে।

বাংলা একাডেমি সূত্র জানায়, এবারের বইমেলায় নতুন বই এসেছে ৪ হাজার ৬৮৫টি।

এ বছরই প্রথমবারের মতো ‘কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০১৯’ প্রদান করে বাংলা একাডেমি। এবারের জসীমউদদীন সাহিত্য পুরস্কার পেয়েছেন কবি নির্মলেন্দু গুণ।

২০১৮ সালে প্রকাশিত গ্রন্থের মধ্যে গুণগতমান ও শৈল্পিক বিচারে সেরা গ্রন্থ বিভাগে গোলাম মুরশিদের বিদ্রোহী রণক্লান্ত : নজরুল-জীবনী গ্রন্থের জন্য প্রথমা প্রকাশনকে, মইনুদ্দীন খালেদের মনোরথে শিল্পের পথে গ্রন্থের জন্য জার্নিম্যান বুক্সকে এবং মারুফুল ইসলামের মুঠোর ভেতর রোদ গ্রন্থের জন্য চন্দ্রাবতী একাডেমিকে মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার ২০১৯ প্রদান করা হয়।

এছাড়া ২০১৮ সালে প্রকাশিত শিশুতোষ গ্রন্থের মধ্য থেকে গুণমান বিচারে সর্বাধিক গ্রন্থ প্রকাশের জন্য পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডকে রোকনুজ্জামান খান ‘দাদাভাই স্মৃতি পুরস্কার-২০১৯ প্রদান করা হয়।

২০১৯ সালের অমর একুশে বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানসমূহের মধ্য থেকে নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে মধ্যমা (এক ইউনিট), বাতিঘর (বহু ইউনিট), পাঞ্জেরী পাবলিকেশন্স লি.-(প্যাভেলিয়ন)-কে শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার ২০১৯ প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত সকল প্রকাশককে ২৫ হাজার টাকার চেক, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

আরও পড়ুন:

এমসি/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসছে ফারুক আহমেদের গল্পগ্রন্থ ‘আমার না বলা কথা’
চাঁদপুরে শেষ হলো তিনদিনব্যাপী বই মেলা
চাঁদপুরে ১০ দিনব্যাপী একুশে বই মেলা শুরু
সৈয়দ আশিক রহমানের ‘প্রেম পুরাণ’ উপন্যাসের মোড়ক উন্মোচন