• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

ঢাকা জজকোর্টে লিফট ছিঁড়ে আহত ৮

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ মার্চ ২০১৯, ১১:৪৬

ঢাকা জজকোর্টের পাঁচতলা ভবনের লিফট ছিঁড়ে ৮জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে। আহতদের পরিচয় জানা যায়নি। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঢাকা জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেটর কাওসার আরটিভি অনলাইনকে জানান, এই ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন, তাদের মধ্যে একজন মহিলা। তাকে জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তিনি বলেন, ছয়তলা ভবনের পাঁচতলা থেকে লিফট ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে। লিফটে মধ্যে পুরুষ ও নারী আইনজীবী, কোর্টের কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থীরা ছিলেন।

ফায়ার সার্ভিস অফিসের জিয়াউর রহমান জানান, জজকোর্টের পাঁচতলা ভবনের একটি লিফট উপর থেকে নিচে ছিঁড়ে পড়ে। খবর পেয়ে সেখানে তিনটি ইউনিট পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কয়েকজন আহত আছেন বলে জেনেছি।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সন্ধান মিলল গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের 
অ্যাম্বুলেন্সের ধাক্কায় সিএনজির যাত্রী নিহত
বাবা তুমি শান্তিতে ঘুমাও, নিহত বুয়েট ছাত্রের মা
হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢামেকে বিক্ষোভ