• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

বুড়িগঙ্গায় নৌকাডুবি: আরও তিনজনের মরদেহ উদ্ধার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ মার্চ ২০১৯, ১৩:২০
ফাইল ছবি

বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় আরও তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। এ নিয়ে এ দুর্ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হলো।

এর আগে আজ সকাল সাড়ে ৭টার দিকে নিখোঁজ শাহজালালের মেয়ে মাহির (৬) মরদেহ ভাসমান অবস্থায় সদরঘাটের বাদালতলী এলাকা থেকে উদ্ধার করা হয়। পরে দুপুরে স্ত্রী সাহিদা বেগম (৩২), মেয়ে মিম (৬) ও জামশেদার স্বামী দেলোয়ার হোসেনের (৩০) মরদেহ উদ্ধার করা হয়।

গত ৭ মার্চ রাতে বুড়িগঙ্গার সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একই পরিবারের ছয় সদস্য নিখোঁজ হন। এ সময় শাহজালাল মিয়ার (৩৫) দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে নিজের ও বোনের পরিবারকে নিয়ে শরীয়তপুর যেতে কেরানীগঞ্জের কালীগঞ্জ থেকে নৌকায় ওঠেন।

নৌ পুলিশের সদরঘাট থানার ওসি আবদুর রাজ্জাক জানান, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নদী থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

এই নৌ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে বিআইডব্লিউটিএ।

আরও পড়ুন

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু
বুড়িগঙ্গা নদী দূষণমুক্ত করতে পদক্ষেপ নেওয়া হবে: উপদেষ্টা সাখাওয়াত
ইটনায় ধানবোঝাই নৌকাডুবি, মাঝি নিহত
মেঘনায় নৌকাডুবি, ২ জেলের মরদেহ উদ্ধার