• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

১২ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ মার্চ ২০১৯, ১৬:৪২

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১২ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান ২০১৯ সালের স্বাধীনতা পুরস্কার দেয়া হচ্ছে।

রোববার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে পদকপ্রাপ্তরা হলেন শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরী (মরণোত্তর), শহীদ এ টি এম জাফর আলম (মরণোত্তর), আ ক ম মোজাম্মেল হক, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ডা. কাজী মিসবাহুন নাহার, আবদুল খালেক (মরণোত্তর) ও অধ্যাপক মোহাম্মদ খালেদ (মরণোত্তর)।

চিকিৎসাবিদ্যায় স্বাধীনতা পদকপ্রাপ্ত হলেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. নুরুন্নাহার ফাতেমা বেগম।

এছাড়া সমাজসেবায় ড. কাজী খলীকুজ্জমান আহমদ, সংস্কৃতিকে মুর্তজা বশীর, সাহিত্যে হাসান আজিজুল হক, গবেষণা ও প্রশিক্ষণে অধ্যাপক ড. হাসিনা খাঁন স্বাধীনতা পদক পাচ্ছেন।

১২ ব্যক্তির পাশাপাশি এ বছর বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটকে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়েছে।

এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে।

আরো পড়ুন:

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৎ, নির্ভীক ও দক্ষ লোক নিয়োগ দিয়ে ইসি গঠন হবে: মন্ত্রিপরিষদ সচিব
মন্ত্রিপরিষদ সচিব হলেন শেখ আবদুর রশিদ
রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন
প্রধান উপদেষ্টার বিদেশ যাওয়া-আসার সময় বিমানবন্দরে থাকবেন যারা