• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

জাহালমকে নিয়ে সিনেমা তৈরিতে নিষেধাজ্ঞা চাইবে দুদক: আইনজীবী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ মার্চ ২০১৯, ১৫:০১

সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির মামলার ভুল আসামি জাহালমের জীবনের গল্প নিয়ে সিনেমা তৈরি না করতে নিষেধাজ্ঞা চাইবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার দুদকের আইনজীবী অ্যাডভোকেট মো. খুরশিদ আলম খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, যেহেতু বিষয়টি এখনো বিচারাধীন। তাই এ বিষয়ে সিনেমা তৈরির ওপর নিষেধাজ্ঞা চেয়ে আমরা আবেদন করবো। দু’টি দৈনিকে জাহালমের জীবনের গল্প নিয়ে সিনেমা বানানো হবে বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ দু’টি প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে আবেদন করবো।

খুরশিদ আলম বলেন, সোমবার সংশ্লিষ্ট ওই আদালত না বসায় আবেদনটি করা সম্ভব হয়নি। আগামীকাল কোর্টের অনুমতি নিয়ে হলফনামা আকারে দাখিল করা হবে এবং দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে।

সোনালী ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা ঋণ জালিয়াতির মামলার আসামি হলেন আবু সালেক নামের একজন। কিন্তু নিরীহ পাটকল শ্রমিক জাহালমকে আবু সালেক হিসেবে চিহ্নিত করে ২৬টি মামলায় আসামি করা হয়। দুদকের মামলায় জাহালম গ্রেফতার হন ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি। তিনবছর কারাভোগ করে হাইকোর্টের নির্দেশে গত ৩ ফেব্রুয়ারি তিনি মুক্তি পান।

আরও পড়ুন :

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্দোলনের পক্ষে ছিলাম, আমাকে বাঁচান: সাবেক ওসি মাজহারুল
হাইকোর্টের ৩ বিচারপতির পদত্যাগ
প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ হাইকোর্টে স্থগিত
তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ