• ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১
logo

ইসির ক্ষমতা বাড়ানোর প্রস্তাব করেছেন মাহবুব তালুকদার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ মার্চ ২০১৯, ১৮:২৫

স্থানীয় সরকার নির্বাচন ও ব্যবস্থাপনা পদ্ধতি সংস্কার করে ইসির হাতে আরও ক্ষমতা দেয়ার প্রস্তাব করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। নির্বাচনকে অর্থবহ করার জন্য ও গণতন্ত্রকে অবারিত করার স্বার্থে এই সংস্কার প্রয়োজন বলে মনে করেন তিনি।

আজ সোমবার বিকেলে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

মাহবুব তালুকদার বলেন, জাতীয় নির্বাচন নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হয়েছে, দেশের প্রতিটি বিবেকবান মানুষের কাছে এ প্রশ্নের উত্তর আছে।

তিনি বলেন, নির্বাচন পদ্ধতির সংস্কার ইসির কাজ নয়, রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। স্থানীয় নির্বাচন কী পদ্ধতিতে কতখানি উন্মুক্ত হবে সেটা বর্তমানে সরকার ঠিক করে দেয়। তবে ভবিষ্যতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, আইনানুগ ও উন্মুক্ত নির্বাচন হলে এবং সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত হলে সব দল তাতে অংশগ্রহণ করবে বলে আশা করা যায়।

---------------------------------------------
আরও পড়ুন : ট্রেনের ভাড়া বাড়বে না, বেসরকারি খাতে ট্রেন দেয়া হবে না : রেলমন্ত্রী
---------------------------------------------

মাহবুব তালুকদার বলেন, যদি নির্বাচন ব্যবস্থাপনার পদ্ধতি পরিবর্তন করে নির্বাচন কখন হবে, কীভাবে হবে এ সিদ্ধান্ত ইসির কাছে ন্যস্ত হয়, তাহলে ভোটারদের উপস্থিতির জন্য আর হা-হুতাশ করতে হবে না।

তিনি আরও বলেন, উপজেলা নির্বাচনে মাথাটা নির্বাচিত হচ্ছে দলীয় প্রতীকে এবং দেহটুকু নির্বাচিত হচ্ছে নির্দলীয়ভাবে। এ নির্বাচনের স্বরূপটি তাহলে কেমন দাঁড়ায়? অন্যদিকে এ নির্বাচনে অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। এজন্য উপজেলা নির্বাচনের জৌলুস নেই। একতরফা নির্বাচনের কারণে ভোটাররাও কেউ ভোটকেন্দ্রে যাওয়ার বিষয়ে আগ্রহী নয়।

আজকাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কথাটা বেশ চালু হয়েছে জানিয়ে তিনি বলেন, আমি এর অর্থ বুঝি না। আমার মতে নির্বাচন মানেই হচ্ছে একাধিকের মধ্যে বাছাই। তাই যা প্রতিদ্বন্দ্বিতা নয়, তা নির্বাচন হয় কী করে? প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে জনপ্রতিনিধির পদে আসীন হওয়ার রেওয়াজ গণতন্ত্রের জন্য সুসংবাদ নয়।

আরও পড়ুন :

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে সম্ভব নয়: ইসি সানাউল্লাহ
আ.লীগ আমলে করা এনআইডি আইন পর্যালোচনায় বৈঠকে বসছে ইসি
রোহিঙ্গা ভোটার ঠেকাতে রোববার বৈঠকে বসছে ইসি
নিবন্ধিত সব দল নিয়েই হবে আগামী জাতীয় নির্বাচন: সিইসি