• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

৩৭তম বিসিএসে উত্তীর্ণদের নিয়োগে প্রজ্ঞাপন জারি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ মার্চ ২০১৯, ২৩:০৭

৩৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর ফলে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো।

আজ বুধবার বিকেলে মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এখন এই ক্যাডারদের বিভিন্ন স্থানে পদায়ন শুরু হবে।

গত বছরের ১২ জুন ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। যাতে ১ হাজার ৩১৪ জনকে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়। জনপ্রশাসনের প্রজ্ঞাপনে সেখান থেকে ৯৩ জনকে বাদ দেয়া হয়েছে।

৩৭তম বিসিএসের বিজ্ঞাপনে ১ হাজার ২২৬ জনের কথা থাকলেও ১ হাজার ৩১৪ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়। তাতে সাধারণ ক্যাডার ৪৬৫, সহকারী সার্জন ২৭২ জন এবং ৫১ ডেন্টাল সার্জন হয়েছেন।

এছাড়া অন্যান্য কারিগরিতে ক্যাডার হয়েছেন ৩১৬ এবং শিক্ষা ক্যাডার হয়েছেন ২১০ জন। এ ছাড়া ননক্যাডারে অপেক্ষমান রাখা হয়েছে ৩ হাজার ৪৫৪ জনকে।

২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী।

প্রাথমিক বাছাই পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন। গত বছরের ১১ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়। শেষ হয় ২৩ মে মানে। পরীক্ষায় ৫ হাজার ৩৭৯ জন পাস করেন।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪৩তম বিসিএস: ২২৭ জনের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবে মন্ত্রণালয়
৪৩তম বিসিএসে বাদ পড়াদের পুনর্বিবেচনা করা হচ্ছে: জনপ্রশাসন মন্ত্রণালয়
গোয়েন্দা সংস্থার সুপারিশে ৪৩তম বিসিএসে ২২৭ জন বাদ: জনপ্রশাসন মন্ত্রণালয়
সরকারি কর্ম কমিশনে আরও ৬ সদস্য নিয়োগ