• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম সফল রাষ্ট্র: তথ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ মার্চ ২০১৯, ১৯:৫৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম সফল রাষ্ট্র বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

বুধবার (২৭ মার্চ) দুপুরে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধিদের দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন হাছান মাহমুদ।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, "মহান স্বাধীনতা দিবসে ফখরুল ইসলাম আলমগীরের এ কথা তার বেলায় সত্য। বিএনপির মহাসচিব হিসেবে তার যে দায়িত্ব পালন করার কথা ছিল, তিনি তা করতে ব্যর্থ হয়েছেন এবং বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবেও দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।"

"মির্জা ফখরুল সাহেবের বক্তব্যে আমি অত্যন্ত বিস্মিত হয়েছি" উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, "তার সম্পর্কে আমার ধারণা অনেক উঁচু ছিল। তিনি এক সময় ঢাকা কলেজে শিক্ষকতা করতেন। আমি মনে করতাম, রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও তিনি সমসাময়িক বিশ্বের খবর রাখেন, কিছু পড়াশুনা করেন। কিন্তু আমার ধারণা তিনি ভুল প্রমাণ করলেন।"

হাছান মাহমুদ আরও বলেন, "তিনি (ফখরুল) কি জানেন না, তারা যে ৫৪০ ডলার মাথাপিছু আয়ের বাংলাদেশ রেখে গিয়েছিলেন, তা এখন প্রায় ২ হাজার ডলার ছুঁয়েছে, বাংলাদেশ পৃথিবীর প্রথম পাঁচটি দেশের অন্যতম যারা ধারাবাহিকভাবে উচ্চ প্রবৃদ্ধির হার ধরে রাখতে পেরেছে, সে খবর তিনি রাখেন না। বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতি নিয়ে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে প্রশংসা করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি সে খবরও রাখেন না?"

বিএনপি এবং তাদের মহাসচিব ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে আসবেন এমন আশা প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, "আমি ফখরুল সাহেবকে বলব, মহাসচিব হিসেবে ব্যর্থতার বৃত্ত থেকে নিজে বের হয়ে আসবেন এবং বিএনপিকেও ব্যর্থতার বৃত্ত থেকে বের করে এনে একটি সফল রাজনৈতিক দল হিসেবে তুলে ধরার চেষ্টা করবেন।"

আরো পড়ুন:

ডি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিএনজি ও বাসস্ট্যান্ডে এখনও চাঁদাবাজি হচ্ছে: সারজিস
ভারতের সঙ্গে প্রতিবেশীসুলভ আচরণ হওয়া উচিত: নুসরাত তাবাসসুম
র‍্যাব পরিচয়ে ডাকাতি, মাইক্রোবাসসহ গ্রেপ্তার ৫
আত্মসমর্পণ করে জামিন পেলেন সেই ম্যাজিস্ট্রেট ঊর্মি