• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

সাত এমপিকে এলাকা ছাড়তে ইসির নির্দেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ মার্চ ২০১৯, ০৮:৪৯

চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ৭ জন সংসদ সদস্যকে (এমপি) নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

তাদেরকে ২৮ মার্চ, বৃহস্পতিবারের মধ্যে নির্বাচনী এলাকা ছাড়তে বলা হয়েছে।

বুধবার রাতে ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়।

আতিয়ার রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ৭ জন সংসদ সদস্যকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশনা দেয়া হয়েছে।

যে সাত সংসদ সদস্যকে এলাকা ছাড়ার নির্দেশ দিলো ইসি তারা হলেন- টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খাঁন, টাঙ্গাইল-৫ আসনের মো. ছানোয়ার হোসেন ও ৮ আসনের মো. জোয়াহেরুল ইসলাম, বাগেরহাট-৪ আসনের মো. মোজাম্মেল হোসেন, খুলনার-৬ আসনের মো. আক্তারুজ্জামান, ময়মনসিংহ-১১ আসনের কাজিম উদ্দিন আহম্মেদ এবং যশোর-২ আসনের মো. নাসির উদ্দিন।

উল্লেখ্য, চতুর্থ ধাপে ৩১ মার্চ ১২৭ উপজেলা ভোটগ্রহণের কথা রয়েছে।

আরও পড়ুন

এসজে/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কর্মকর্তা-কর্মচারীদের গোয়েন্দা প্রতিবেদন চায় নির্বাচন কমিশন
সাপ্তাহিক ছুটির দিনেও হওয়া যাবে ভোটার
ইচ্ছাকৃত ভুল করবে না নির্বাচন কমিশন: সিইসি
নির্বাচনে কোন দল অংশ নেবে সে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে: বদিউল আলম