• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

সাত এমপিকে এলাকা ছাড়তে ইসির নির্দেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ মার্চ ২০১৯, ০৮:৪৯

চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ৭ জন সংসদ সদস্যকে (এমপি) নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

তাদেরকে ২৮ মার্চ, বৃহস্পতিবারের মধ্যে নির্বাচনী এলাকা ছাড়তে বলা হয়েছে।

বুধবার রাতে ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়।

আতিয়ার রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ৭ জন সংসদ সদস্যকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশনা দেয়া হয়েছে।

যে সাত সংসদ সদস্যকে এলাকা ছাড়ার নির্দেশ দিলো ইসি তারা হলেন- টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খাঁন, টাঙ্গাইল-৫ আসনের মো. ছানোয়ার হোসেন ও ৮ আসনের মো. জোয়াহেরুল ইসলাম, বাগেরহাট-৪ আসনের মো. মোজাম্মেল হোসেন, খুলনার-৬ আসনের মো. আক্তারুজ্জামান, ময়মনসিংহ-১১ আসনের কাজিম উদ্দিন আহম্মেদ এবং যশোর-২ আসনের মো. নাসির উদ্দিন।

উল্লেখ্য, চতুর্থ ধাপে ৩১ মার্চ ১২৭ উপজেলা ভোটগ্রহণের কথা রয়েছে।

আরও পড়ুন

এসজে/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসির ব্রিফিংয়ের আগে নামানো হলো শেখ মুজিবের ছবি
নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির
শপথ নিয়ে নতুন নির্বাচন কমিশনের যাত্রা শুরু  
নতুন নির্বাচন কমিশনের শপথ দুপুরে