• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

ঢাকাতেই বৈশাখ পালন করবেন ভুটানের প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ এপ্রিল ২০১৯, ১২:০৪

ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং আগামী ১২ এপ্রিল চারদিনের সফরে বাংলাদেশে আসছেন। তার সফরকালে বাঙালির পহেলা বৈশাখের উৎসব হবে। এই উৎসব ভুটানের প্রধানমন্ত্রীরও পছন্দের।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) সাবেক ছাত্র হওয়ায় ঢাকা ও ময়মনসিংহে অনেকবার পহেলা বৈশাখ উদযাপন করেছেন তিনি। এজন্য এই সময়কে তিনি সফরের জন্য বেছে নিয়েছেন।

জানা গেছে, সফরকালে পহেলা বৈশাখের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন শেরিং। ১৪ এপ্রিল সকাল সাড়ে ছয়টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত সুরের ধারার পহেলা বৈশাখ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া পুরোনো বিদ্যাপীঠ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েও তিনি যাবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হবে আগামী শনিবার। ভুটান বাংলাদেশ থেকে বিশেষজ্ঞ ডাক্তার নিতে আগ্রহী। এছাড়া শিক্ষাখাতে বিশেষ করে মেডিক্যাল কলেজে আরো ছাত্র পাঠাতে চায় দেশটি।

এসজে

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়