ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রমজানের শুভেচ্ছা ফিলিস্তিনের প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ০৭ মে ২০১৯ , ০৯:১৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

বিজ্ঞাপন

সোমবার মাহমুদ আব্বাস ফোনে এই শুভেচ্ছা জানান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

ইহসানুল করিম বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) জানান, ফিলিস্তিনের প্রেসিডেন্ট স্থানীয় সময় সন্ধ্যা সাতটা ২০ মিনিটে শেখ হাসিনাকে ফোন করেন এবং তাকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান। তিনি বাংলাদেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী প্রেস সচিব বলেন, এসময় ফিলিস্তিনের প্রেসিডেন্টকেও রমজানের শুভেচ্ছা জানান শেখ হাসিনা। ফিলিস্তিনের জনগণের সুখ ও সমৃদ্ধি কামনা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে লন্ডন সফরে আছেন।

কে/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |