• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের প্রশংসা করলেন আনোয়ার ইব্রাহিম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ মে ২০১৯, ২০:২৩
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী, বর্তমান সংসদ সদস্য ক্ষমতাসীন দলের সভাপতি ও জোট পাকাতান হারাপান-এর সভাপতি আনোয়ার ইব্রাহিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়া সফররত বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ এমপি।

গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহ. শহীদুল ইসলাম, কাউন্সিলর (শ্রম) মো. জহিরুল ইসলাম, প্রথম সচিব মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল (শ্রম) প্রমুখ।

বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে।

এ সময় আনোয়ার ইব্রাহিম প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ অনেক পরিশ্রমী। এমন কর্মঠ বাংলাদেশি কর্মীদের বেতনভাতা, আবাসন এবং কল্যাণের বিষয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানান আনোয়ার ইব্রাহিম। এছাড়া বিদেশি কর্মীদের সুষ্ঠু ও একক ব্যবস্থাপনা বিষয়ে সরকার কাজ করছে।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদ বাংলাদেশী কর্মীদের কল্যাণে মালয়েশিয়া সরকারের আন্তরিকতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং এ বিষয়ে তার সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আহ্বান জানান।

উল্লেখ্য, তিনি বুধবার সাবা সারাওয়ার প্রদেশ ভিজিট করেন এবং সেখানকার গভর্নরের সাথে বৈঠকে মিলিত হন।

এসজে/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের পাঠানোর প্রক্রিয়া মার্চের মধ্যে শুরুর আশ্বাস
৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
৫ বছরে ৬০ লাখ কর্মী বিদেশ পাঠাতে চায় সরকার
বাংলাদেশ থেকে অদক্ষ কর্মীও নেবে সৌদি