• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

ঈদযাত্রায় প্রস্তুত হচ্ছে লক্কড়-ঝক্কড় বাস

মাইদুর রহমান রুবেল, আরটিভি

  ২৬ মে ২০১৯, ১১:৫৫

ঈদকে সামনে রেখে রাজধানীতে চলছে লক্কড়-ঝক্কড় বাস মেরামতের কাজ। গাড়ির ফিটনেস না থাকলেও বডি মেরামত আর রং করে নতুন গাড়ি হিসেবে নামানো হবে ঈদযাত্রায়।

তবে এবার এ ধরনের গাড়ি নিয়ে কেউ নির্বিঘ্নে সড়কে চলতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছে হাইওয়ে পুলিশ।

রাজধানীতে বাস করা মানুষের বেশিরভাগেরই শেকড় গ্রামে। তাই ঈদে বাড়ি গিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন নগরীর অস্থায়ী বাসিন্দারা।

ঈদে অতিরিক্ত যাত্রীর চাপ নেয়ার ক্ষমতা নেই নিয়মিত পরিবহনগুলোর। তাই বেশি মুনাফার জন্য বিকল্প যানের ব্যবস্থা করেন পরিবহন মালিকরা। সঙ্গে যোগ হয় মৌসুমি ব্যবসায়ী।

রাজধানীর আশপাশের প্রতিটি গ্যারাজে সমানতালে চলছে পুরনো গাড়ি মেরামতের কাজ। দিন-রাত এক করে মিস্ত্রিরা সাধ্যের সবটুকু ঢেলে দিয়ে কাজ করছেন বিরামহীন।

ঈদের আগে এমন হাড়ভাঙ্গা খাটুনির মজুরিও বেশি। প্রচণ্ড গরমে তাই কষ্ট হলেও বেশি আয়ের জন্য তা মেনে নিচ্ছেন।

প্রায় সব গ্যারাজেই চলছে জোড়া তালি দিয়ে ফিটনেসবিহীন ভাঙ্গাচোরা গাড়ি মেরামতের কাজ। কোনটির ইঞ্জিনে সমস্যা, কোনটির ব্রেকে।

যদিও পুরনো সব গাড়িতেই কিছু সমস্যা থাকে বলে জানালেন গ্যারাজ মালিকরা।

এদিকে হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম (পিপিএম) বলছেন, ফিটনেসবিহীন গাড়ি সড়কে নামলে ডিজিটাল পদ্ধতিতে শনাক্ত করে ব্যবস্থা নেয়া হবে।

বিশেষজ্ঞরা বলছেন, হাইওয়ে পুলিশের কঠোর অবস্থানই সড়কে নৈরাজ্য ঠেকাতে পারে।

এস/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতি প্রতিরোধে যুক্তরাষ্ট্রের সহায়তার আশ্বাস
যুক্তরাষ্ট্রে গির্জা-হাসপাতালেও গ্রেপ্তার আতঙ্কে অভিবাসীরা
একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী
আসিফ নজরুলের আশ্বাসে আন্দোলন স্থগিত মালয়েশিয়া গমনেচ্ছুদের