• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

কোরবানির হাট মাতাবে মেসি, জামাইবাবু, টাইসন ও কালামানিক (ভিডিও)

সোহেল রানা, আরটিভি

  ০৬ জুলাই ২০১৯, ১১:১৮

কোরবানির হাঁটে এবার দাপটের সঙ্গে অবস্থান করবে মেসি, জামাইবাবু, টাইসন ও কালামানিকরা। ক্রেতাদের আকর্ষণ বাড়াতেই গরুর এমন নাম দেয়া হয়েছে বলে জানান খামারিরা।
এক থেকে দুই বছরেই এসব বিদেশি জাতের গরুর ওজন হয়েছে ৩০ থেকে ৪০ মণ পর্যন্ত। একেকটি গরুর দামও চাওয়া হচ্ছে ৩৫ থেকে ৪৫ লাখ টাকা।

কেরানীগঞ্জের আপন এগ্রোতে বেড়ে উঠা অস্ট্রেলিয়ান জাতের একটি গরুটির নাম জামাইবাবু। মাত্র তিন বছরেই জামাইবাবুর ওজন প্রায় ১৪শ’ কেজি।

বেড়িবাঁধ এলাকায় অর্গানিক ডেইরি অ্যান্ড এগ্রোভেট খামারে নেপালি অস্টাল জাতের আরও একটি গরুর নাম টাইসন। ১০ মাসেই টাইসনের ওজন হয়েছে ১১শ’ কেজি পর্যন্ত। দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা।

এছাড়া এখানের ব্রাহামা, দেশি ষাঁড়, নেপালি, রাজস্থান, ফিজিয়ান, অস্ট্রেলিয়ান গরু হাঁটে বেশ চড়া দামে বিক্রি হবে বলে আশা করছেন বিক্রেতারা।

এ প্রসঙ্গে বাংলাদেশ ডেইরি ফার্ম এসোসিয়েশনের সভাপতি মো. ইমরান হোসেন বলেন, কোরবানির গরুর মাংসের চেয়ে বাহ্যিক আকর্ষণের দিকেই মানুষের নজর বেশি। আকর্ষণীয় নাম দিয়ে ক্রেতাদের দৃষ্টি ও মনোযোগ আকর্ষণ করা হয়।

তবে, চাহিদার তুলনায় গরুর যোগান থাকলে দাম সহনীয় থাকবে বলে জানান পশু সংশ্লিষ্টরা।

জিএ/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়