• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

সিলেট কারা উপমহাপরিদর্শক গ্রেপ্তার, ঘুষের ৮০ লাখ টাকা জব্ধ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ জুলাই ২০১৯, ১৭:৫০

সিলেটের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিকের ঢাকার বাসা থেকে ৮০ লাখ টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার বিকেলে রাজধানীর ভূতেরগলি এলাকায় তার বাসায় অভিযান এই টাকা জব্ধ ও তাকে গ্রেপ্তার করা হয়।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘুষ, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে পার্থ গোপাল বণিক এই টাকা অর্জন করে তার বাসায় গচ্ছিত রাখেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাবেক ডিআইজি থাকার সময় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুদক প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদক কমিশনের পরিচালক মুহাম্মদ ইউছুফ তাকে জিজ্ঞাসাবাদ করেন।

এদিকে রোববার কারাগারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চট্টগ্রামের সাবেক সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিককেও জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

আরও পড়ুন

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে আর সময় নয়, আইন অনুযায়ী ব্যবস্থা: দুদক
হাজির না হয়ে বেনজীরের লিখিত বক্তব্য দুদকে
ব্যাংকের ম্যানেজারসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা