• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

ঢামেকে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ জুলাই ২০১৯, ২২:১৯
ডেঙ্গু
ঢামেকে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) রিতা আক্তার (২৮) নামে আরও এক ডেঙ্গু আক্রান্ত নারী রোগীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার রাতে তিনি ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে হাসপাতালটিতে ৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

ঢামেকের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন জানান, ডেঙ্গু রোগে আক্রান্ত ছিলেন রিতা। গত ২৬ জুলাই তিনি ভর্তি হন। ২৭ জুলাই (শনিবার) তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

রিতা গাজীপুরের একটি গার্মেন্টে কাজ করতেন। গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশালে বলে জানিয়েছেন তার স্বজনরা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজধানীর সরকারি হাসপাতালগুলোর মধ্যে মিটফোর্ডে ১১৩, শিশু হাসপাতালে ৩৪, সোহরাওয়ার্দীতে ৪৮, হলি ফ্যামিলিতে ৪১, বারডেমে ২৩, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৩৭, পুলিশ হাসপাতালে ২১, মুগদা মেডিকেলে ৬০, বিজিবি হাসপাতালে ১০ এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৭৯ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এছাড়া রাজধানীর বাইরে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১২৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছে ৫৩১ জন।

আরও পড়ুন

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের, হাসপাতালে ৪০   
আরও ৩৯ ডেঙ্গু রোগী হাসপাতালে
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৫৭
ডেঙ্গুতে ৫ দিন পর ১ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫