ঠাঁই নেই কমলাপুরে (ভিডিও)
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকেট বিক্রির তৃতীয় দিনে পা ফেলানোর জায়গা নেই কমলাপুর রেল স্টেশনে। এতে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থেকে ক্ষোভ প্রকাশ করেছেন টিকেট প্রত্যাশীরা।
বুধবার সকালে স্টেশনে গিয়ে দেখা গেছে, উপচেপড়া ভিড় স্টেশন চত্বর ছাড়িয়ে বাইরে চলে গেছে। টিকিটের আশায় এখনো মানুষ স্রোতের মতো ছুটছে কমলাপুরের দিকে।
মহাসড়কে যানজট এড়াতে যাত্রার জন্য বহু মানুষ ট্রেনকে বেছে নেয়ায় টিকিট প্রত্যাশীদের এমন ভিড় হয়েছে।
আগাম টিকিট বিক্রি শুরু হয় ২৯ জুলাই। আজ দেয়া হচ্ছে ৯ আগস্টের টিকিট। যাত্রীর সুবিধার্থে ঈদুল ফিতরের মতো এবারও ঢাকায় পাঁচটি স্থান থেকে রেলের আগাম টিকিট বিক্রি করা হচ্ছে।
যমুনা সেতু হয়ে পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলগামী সব আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রি করা হচ্ছে কমলাপুর থেকে। একজন যাত্রী জাতীয় পরিচয়পত্র দেখিয়ে চারটি টিকিট সংগ্রহ করতে পারছেন বলে জানিয়েছেন টিকেট প্রত্যাশীরা।
আরও পড়ুন
এসজে/পি
মন্তব্য করুন