হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী
রাজধানী ঢাকাসহ দেশের সব জেলায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সারাদেশের ডেঙ্গুর প্রভাবে মারা গেছে অন্তত তিনজন। ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা গেছে একজন। বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে একজন। প্রতিদিন হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা।
দিন যতই যাচ্ছে ততই রাজধানীর ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল, বেসরকারি ক্লিনিকে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগী। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এডিস মশার মরণ কামড় ছাড়ছেই না। ঢাকার ইউনাইটেড হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আজও মারা গেছে একজন।
অপরদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন। ৮৪ জন নতুন করে আক্রান্ত হয়ে মোট ভর্তি রয়েছেন ২৭৫ জন রোগী। চট্টগ্রামেও গেল ২৪ ঘণ্টায় ২৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে।
---------------------------------------------------------------
আরো পড়ুন: উত্তর ও দক্ষিণবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ শুরু
---------------------------------------------------------------
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ৫০ জন ডেঙ্গু আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। নতুন করে ভর্তি হয়েছে ১০ জন। ভোলায় ৯৫ জন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। কুষ্টিয়ায় গেল ২৪ ঘণ্টায় বেড়েছে ২১ জন ডেঙ্গু রোগী। জেলায় রোগীর সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। নড়াইলে ৫৪ জন পাওয়া গেছে ডেঙ্গু আক্রান্ত। এছাড়া বরগুনা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোরসহ বিভিন্ন জেলায় ডেঙ্গু রোগী আশঙ্কাজনকভাবে বাড়ছে।
ঈদের ছুটিতে ডেঙ্গু রোগী বাড়ার আশঙ্কায় দেশের মানুষের মাঝে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।
পি
মন্তব্য করুন