• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

আলোকচিত্রী শহিদুল আলমের মামলার কার্যক্রমে স্থগিতাদেশ বহাল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ আগস্ট ২০১৯, ১৮:০১
আলোকচিত্রী শহিদুল আলম

দেশবরেণ্য আলোকচিত্রী শহিদুল আলমের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলার কার্যক্রম স্থগিতের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। একই সঙ্গে মামলার তদন্ত কার্যক্রম নিয়ে জারি করা রুল ১৮ ডিসেম্বরের মধ্যে নিস্পত্তি করার নির্দেশ দেয়া হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ রোববার এই আদেশ দেন। আদালতে শহিদুল আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন।

এর আগে, গত ১৪ মার্চ শহিদুল আলমের বিরুদ্ধে দায়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলার তদন্ত কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

---------------------------------------------------------------
আরো পড়ুন: বাবা-মাকে বেঁধে রেখে মাদরাসাছাত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১
---------------------------------------------------------------

উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পান শহিদুল আলম। নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের আন্দোলনের সময় কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরায় প্রচারিত সাক্ষাৎকারের ভিডিও এবং ফেসবুক লাইভের পর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাতদিনের রিমান্ড শেষে নিম্নআদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারের তিন মাস ১৭ দিন পর মুক্তি পান তিনি।

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দলীয় পদ ফিরে পেলেন শামা ওবায়েদ-শহীদুল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ স্থগিতাদেশ প্রত্যাহার