• ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১
logo

ট্রেনের পরিত্যক্ত বগিতে মরদেহ: ধর্ষণের পর হত্যা

অনলাইন ডেস্ক
  ২০ আগস্ট ২০১৯, ১৭:০৪
ধর্ষণের পর হত্যা
ট্রেনের পরিত্যক্ত বগিতে মরদেহ: ধর্ষণের পর হত্যা

কমলাপুর রেলস্টেশনের পরিত্যক্ত বগির ভেতরের একটি বাথরুম থেকে আসমা নামের যে তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছিল তার ময়নাতদন্ত শেষ হয়েছে। চিকিৎসক জানিয়েছেন তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার আগে তাকে ধর্ষণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে তার ময়নাতদন্ত করা হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস বলেন, মেয়েটির গলায় দাগ পাওয়া গেছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়। এর আলামত আমরা পেয়েছি।

-----------------------------------------------------------------
আরো পড়ুন: মিন্নিকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল
-----------------------------------------------------------------

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হত্যার আগে আসমা এক না একাধিক ব্যক্তি দ্বারা ধর্ষিতা হয়েছে সেটা নিশ্চিত হতে হাই-ভ্যাজাইনাল সফট টিস্যু, রক্ত ও ভিসেরা সংগ্রহ করে সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত বলা যাবে।

এর আগে সোমবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে বলাকা কমিউটার ট্রেনের পরিত্যক্ত বগির ভেতর আসমার মরদেহটি পাওয়া যায়। পরে তার ব্যাগে মোবাইল নম্বর থেকে পরিচয় শনাক্ত করে পুলিশ।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়